হোম / রাজনীতি

এর আগে গত ২২ মার্চ থেকে থেকে শেখ নাঈম বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাধ্যমে ১২ হাজার অসহায়, অসচ্ছল ও করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এছাড়া বুধবার সকালে গোপালগঞ্জ হরিদাশপুর ইউনিয়নে ব্যারিস্টার শেখ নাঈমের উদ্যোগে করোনার কারণে ঘরবন্দি একশত মৎস্যজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শেখ নাঈমের পক্ষে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতারা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও সাবান। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১টি সাবান।
এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, নিজের দায়িত্ববোধ থেকেই এই দুর্যোগের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হরিদাসপুর গ্রামে মৎস্যজীবী মানুষের নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়