সংবাদ হলো এমন একটি অনলাইন পত্রিকা যার মাধ্যমে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী সংক্ষেপে প্রকাশ করা হয়। এটি অন্যান্য দৈনিক পত্রিকাগুলোর আধুনিক সংস্করণ। সংবাদ পাঠ করে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি সহজে অনুসন্ধান করতে পারবেন এবং মূল ঘটনার সারসংক্ষেপ পাঠের মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বল্পসময়ে জানতে পারবেন। যাচাই বাছাই এর মাধ্যমে সত্য ও নির্ভরযোগ্য খবরগুলো সহজবোধ্যভাবে আপনার নিকট পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
প্রতিদিন পত্রিকা পড়তে গিয়ে কতশত খবর দেখে মাথার ভিতর সব কেমন তালগোল পাঁকিয়ে যায়। প্রথমে শিরোনাম পড়ে পুরো সংবাদ পড়তে গিয়ে দেখা যায় এত নাটকীয় বিস্তারিত বর্ণণার একেকটা খবর পড়তেই ১৫ মিনিট সময় নষ্ট। তাহলে পুরোটা পত্রিকা পড়ে শেষ করতে ঘন্টাখানেক পার হয়ে যাবে। আপনার সময়ের মূল্য আর কারও কাছে না থাকলেও আমাদের কাছে আছে। তাইতো অসংখ্য দৈনিক পত্রিকার খবর থেকে সংক্ষিপ্ত করে শুধু গুরুত্বপূর্ণ তথ্যটিই সংবাদে দেয়া হয়েছে।
সকল দৈনিক পত্রিকার সংক্ষিপ্ত খবর প্রদানের পাশাপাশি সংবাদে প্রতিটি পাঠকের জন্য স্বতন্ত্র প্রোফাইল তৈরির সুযোগও আছে। কোনো একজন অনিবন্ধিত সাধারণ পাঠকের কাছে সংবাদে প্রকাশিত সকল ক্যাটাগরির খবর একসাথে আসবে। কিন্তু আপনি নিবন্ধন করে নিজ প্রোফাইলে লগইন করার পর নিজের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন এবং আপনার নিজস্ব প্রোফাইলে পছন্দকৃত বিভাগের খবরই শুধু আসবে। তাহলে এখনই সংবাদ এ নিবন্ধন করুন এবং সারা বিশ্বজুড়ে ঘটে যাওয়া সমসাময়িক সকল তথ্যাদি সংক্ষেপে জেনে নিন।